সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে নাস্তা খেয়ে গেলাম পুকুরে। অনেকদিন পর সাঁতার কাটায় হাতে জয়েণ্টে কেমন জানি ব্যাথা করছিল। গোসল সেরে আসলাম ঘরে। তৈরি হয়ে মসজিদের দিকে দৌড় দিলাম। নামাজে একটু দেরি হয়ে গেছিল। নামাজ পড়ে কোলাকুলি করে ঘরে এসে আম্মুকে সালাম করি। আব্বুকে ফোন দিয়ে সালাম দিই। ঘরে কিছুক্ষণ থেকে তারপর গেলাম গরু জ°বা*ই দেখতে। জ°বা*ই শেষ, কাঁটা টুংটাং-ও শেষে গোশতো নিয়ে ঘরে আসি। পোলাও, গোশতো খাওয়া শেষে ঘরে দিলাম এক ঘুম। বিকাল চারটায় ওঠে গোশতো নিয়ে মামার বাসায় যাই।