আমি যোগ্য নই
তাই করছি চেষ্টা
আমি যোগ্য নই
তাই লিখছি কবিতা
লিখছি গল্প
প্রকাশ করছি আধুনিক মাধ্যমে।
হয়তো কেউ জানে না আমি কে
তাই আড়ালে থেকে প্রকাশ করতে পারছি নিজের কবিতা
জন্মগতভাবে কেউ যোগ্য হয় না
সবাইকে অর্জন করতে হয় যোগ্যতা
সার্টিফিকেট নয়,
যোগ্যতা নিজের মধ্যে থাকে
সার্টিফিকেটের মধ্যে নয়।
আমি লিখছি নানান ধরনের কবিতা গল্প
তাই বলে এই নয় যে আমি হতে চাই লেখক
অবসর সময় কাটানোর জন্য
মনের ভাব প্রকাশের জন্য
আমি লিখি
আমি লিখি বেনামে
হয়তো খুঁজে নিলে পেয়ে যেতে পারেন আমায়
কিন্তু প্রয়োজন কি তার?
আমি জানিনা আমার লেখা কার কাছে কেমন লাগে
তবে আমি লিখি এই নয় যে আমি লেখক হতে চাই
আমি লিখি এই জন্য যেন আমার মনের ভাবটা প্রকাশ করতে পাই।
আমার লেখায় ভুল থাকতে পারে
তাই বলে এই নয় যে আমি লেখা বন্ধ করে দিব
লিখতে লিখতে হয়ত একদিন সব ঠিক করে দিব।