পূর্বের সেই দিন মনে পড়ে আজও
চাইলেও ভুলা যায় না সেই দিনগুলো।
চিরস্মরণীয় হয়ে থাকে মনে-অন্তরে
মাঝেমধ্যে পড়ে মনে
মন চায় ফিরে যাই সেই অত্যল্পকালে।
শিলা বৃষ্টির দিনগুলোতে, জানালার ফাঁকেতে বাটি বের করে
ছোটবেলার সেই স্মৃতি আজও মনে আছে।
মনে আছে সেই প্রথম দিনের স্কুলের কথা
মনে আছে অধিকাংশ কথা
কত হাসি কত ঘোরাঘুরি কতই না আরামের মুহূর্ত
অতীতকে শুধু পারি স্মরণ করতে
ভবিষ্যৎকে শুধু পারি ছেড়ে দিতে
বর্তমানকে পারি কাজে লাগাতে
তবুও মাঝেমধ্যে হারিয়ে যাই সেই অতীতে।