'মেলা', শব্দটির সাথে জড়িত থাকে নানান বিষয়। সেই প্রাচীনকাল থেকে মানুষ নানান দিন-দিবস কে পালন করে আসছে মেলার মাধ্যমে। মেলা এমন একটা জায়গা যেখানে সমাজের নানান ধরনের মানুষ একত্রিত হয়। হয়তোবা সেই মেলায় অপরিচিত একে অপরের সাথে দেখা সাক্ষাৎ কিংবা কুশল বিনিময় করা হয় না। আর করা উচিত না। তবে আত্মীয়-স্বজন সকলে মিলে একসাথে মেলা উদযাপন করার আনন্দটাই আলাদা। গ্রাম্য মেলা এক প্রকার প্রাচীন বাংলার সংস্কৃতির সাথে জড়িত। গ্রামের নির্দিষ্ট স্থানে কখনো বড় মাঠ কিংবা কখনো ছোট মাঠ গাছ তলের নিচে কিংবা তাবু টাঙ্গিয়ে যে মেলার আয়োজন করা হয় তাই গ্রাম্য মেলা। গ্রাম্য মেলায় পাওয়া যায় গৃহ আসবাবপত্র, বাসন-কোসন থেকে শুরু করে ঝাল-মিষ্টি খাবার-দাবার থেকে শিশুদের খেলনা এবং বড়দের নানান প্রয়োজনীয় জিনিসপত্র ইত্যাদি। অস্থায়ীভাবে কয়েক দিন কিংবা কয়েক সপ্তাহের জন্য এই মেলার আয়োজন করা হয়। সেই প্রাচীন বাংলা কাল থেকেই এ মেলা আয়োজন করার আমেজ রয়েছে। যা আজও অবধি বিরাজমান।