অনুশোচনা!

কৃত কর্মের জন্য খেদ।

লক্ষ্য যখন স্থির কাজটা তখন গতিশীল

ছুটে চলছি উদ্যমে

আশপাশে না তাকিয়ে চলছি সোজা লক্ষ্যের দিকে 

তবে কি সম্ভব এমন যে হবে?

যদিও মনোভাবে, নিয়ন্ত্রণে মানুষ সৃষ্টির সেরা জীব।

তবে কি পারে প্রতিটি মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে আনতে?

কাজ করেছিলাম, শ্রম দিয়েছিলাম।

শেষ অবধি বুঝতে পেলাম যা শিখেছি তা আজ নয় আগামী দিনের জন্য

জানতে পেরে তবুও দিয়েছি

সবশেষে কি পেলাম?

তবে অকৃতজ্ঞ না হই 

একবার হয়তো হয়েছি ব্যর্থ ।

এ থেকে শিক্ষা গ্রহণ করে যাব এবার সামনের দিকে।

তবুও কি পারছি তা?

কাজে গতিশীল, মাঝে মাঝে স্থির।

আল্লাহর কাছে চাচ্ছি শুধু যেন পাই সেই ক্ষেত্র।