অতীতকে যায় না বদলানো,

অতীতকে কর শিক্ষা হিসেবে গ্রহণ।

অতীত ফিরে আসিবে নাকো,

অতীতকে ভুলে যাওয়াই উত্তম!

ছাত্র জীবনের সফলতা,

ভবিষ্যৎ জীবনে পথে চলা,

কখনো একই, কখনো বা ভিন্ন!

চেষ্টা যখনই কর,

সফলতা আসিবে তারই পর।

হয়তো হতে পারো ছাত্র খারাপ,

কিন্তু এই মানে এই নয় যে তোমার জীবন অন্ধকার!

জীবনে সুযোগ আসিবে সুযোগ যাইবে 

সেই সুযোগকে করিতে হবে ব্যবহার

ব্যবহারেও যদি না আসে সফলতা

ভাগ্যে যদি না আসে পছন্দের জাগা

ঠিক করে নাও সে নতুন স্থানকে নিজের ঠিকানা।

এক সুযোগ চলে গেলে 

চলে আসবে আরো হাজার সুযোগ।

ছাত্র জীবনের সফলতা,

ভবিষ্যৎ জীবনে নির্ধারতা

কখনো একই, কখনো বা ভিন্ন!