গতিশীল এ পৃথিবীর সংগ্রামে
হয়তো বা পিছিয়ে আছি,
ইনশাআল্লাহ পিছিয়ে থাকিব না।
তবে চেয়েছিলাম সেই কলেজে যেতে
তবে চেয়েছিলাম সে কলেজের পরীক্ষায় উত্তীর্ণ হতে
ভুল পথে নিয়ে গিয়ে, ভুল পথ চিনিয়ে দিয়ে,
পারলাম না আর সেই কলেজের ছাত্র হতে।
জানিনা কেন এত ইচ্ছে জাগলো, ছিলাম আশায়
শেষ হয়ে গেল সে আশা, পেরিয়ে গেল সময়!
হলে বসে বুঝে গেলাম সবই।
পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই,
সবাই চাই তোমাকে পিছনের দিকে টানতে।
এতটাই চাওয়া যে তোমার মা-বাবাকে করে ভুল পথ বাছাই করতে!
জীবনে যদি হতে চাও কিছু,
জীবনে যদি পেতে চাও কিছু,
তবে অন্যের কথায় কান দিও না।
নিজে দেখো নিজে বের করো কোথায় আছে কি?
তবে কিভাবে করলে হবে সেরা, যেতে পারবে সেই দিক!
অতটাও সহজ না সবকিছু,
নিজেকে খুঁজে বের করতে হয় নিজেকেই সংগ্রাম করতে হয় নিজেকেই করতে হয় সবকিছু
কারণ সফলতার ভোগ তো করবা নিজেই!