এসেছি এই দুনিয়ায়
থাকিববা কয়দিন,
ক্ষণস্থায়ী এই দুনিয়ার মোহে
মজেছি সবখানি।
মৃত্যুকে পারবে না কেউ এড়াতে
ভাগ্যে লিখন কে পারবে না কেউ পরিবর্তন করতে,
দুনিয়ার সফলতার পিছে ছুটিছে সবাই
কেউ করিছে শ্রমে, কেউবা ভাগ্যে।
অতীতের দিকে চেহে নেই কোন লাভ
অতীত ফিরে আসিবে নাকো চিরকাল,
শুধু পারবো সামনে চাহিতে
পারবো শুধু উপস্থিত কালের ব্যবহারে।
ভোলে কয়জনে অতীতের ঘটনাকে
মনে পড়ে সবারই,
পারে না কিছু করতে।
ধূতরা অতীতের ভুলকে শিক্ষা হিসেবে করে গ্রহণ
এগিয়ে যায় সামনের দিকে, নাহি চেহে পিছনের দিকে
মৃত্যু যখন হইবে,
হয়ে যাক সফলতা ও পরপারের প্রস্তুতির সাথে ...
সবাই জানে যে তাকে মরতে হবে একদিন কিন্তু সবাই ছুটছে সফলতার দিকে। তাহলে কেন তুমি বসে থাকবে কেন তুমি অতীতকে নিয়ে ভাববে। চলো এগিয়ে যাই অতীতকে শিক্ষা হিসেবে গ্রহণ করে।