গত পাঁচই মাস কোন এক ঘটনা ক্রমে সাইন্স ল্যাবে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে লিপ্ত হয়। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মূলত আইডিয়াল কলেজে কোন এক শিক্ষার্থী গত বৃহস্পতিবার ঢাকা কলেজের বাসের উপর ইট ছুড়ে মেরেছিল। এই ঘটনাক্রমে ঢাকা কলেজে শিক্ষার্থীরা আইডি শিক্ষার্থীদের আক্রমন করে। অনেকের মতে, উক্ত সংঘর্ষে দ্বিতীয় বর্ষের ছাত্ররা ছিল। তবে বিজনেস স্টান্ডার এ তথ্য অনুযায়ী, ধানমন্ডি পুলিশ স্টেশনের ওসি বলেছেন, কোন এক ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়।
এছাড়া আরো জানা গেছে যে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তাদের নিজেদের এলাকার মধ্যেই ছিল কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের এমনকি পুলিশের সাথে সংঘর্ষিত হয়।
আপাতত ঢাকা কলেজের প্রধান শিক্ষক ৮ ই মার্চ পর্যন্ত সমস্ত ক্লাস স্থগিত ঘোষণা করেছেন। বর্তমানে সাইন্স লাইবের এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।