প্রাণের ভাষা?
বাংলায় কথা বললে হয় না রে ভালোবাসা
বাংলার প্রতি শ্রদ্ধা না হলে হয় না প্রাণের ভাষা।
ভাষার জন্যে প্রাণ দিয়েছিল যারা
তাদের কথা হচ্ছে ক্ষয়,
রাজপথের রক্ত শুকিয়ে গেছে
তাই মনে হয়।
ঘুষখোর পাচারকারী তারাও তো বাংলায় কথা কয়
তাই বলে কি বাংলা তাদেরও প্রাণের ভাষা হয়!
ভাষার প্রতি শ্রদ্ধাশীল হও সেই সাথে হও দেশের প্রতিও
সেই সাথে মানুষের প্রতি,
শহীদদের প্রতিও
দিয়েছিল যারা ৫২, ৭১' এ প্রাণ।
যদি হও সেই শ্রদ্ধাশীল ভাষা-মানুষ-দেশের প্রতি
তবেই হবে সেই সার্থকতা
তবেই হবে প্রকৃতপক্ষে বাংলার জয়।
কবিতাটি নিজ থেকে লিখেছি। আশাকরি মনোভাবটা সঠিকভাবে আপনারা বুঝতে পেরেছেন।