UPS - Uninterruptible Power Supply
(Full meaning) 



UPS আপনার কখন লাগানো দরকার?
মূলত ইউপিএস(UPS) এর কাজ হল আপনার কম্পিউটারে সঠিক পরিমাণ এবং বিদ্যুৎ চলে যাবার পরও কম্পিউটারের বিদ্যুৎ পরিবহন করা। অর্থাৎ অনেক সময় ঘরে বিদ্যুৎ চলে গেলেও আপনার কম্পিউটারটি সাথে সাথে বন্ধ হবে না যদি থাকে ইউপিএস। ইউ পি এস এর পূর্ণরূপ উপরে দেওয়া হয়েছে।





UPS এর কাজ তো আমরা বুঝতেই পারলাম।‌ যদি না বুঝে থাকেন তাহলে আবার বুঝুন, ধরুন আপনি কম্পিউটার একটি কাজ করছেন এখন হঠাৎ করে আপনার ঘরে বিদ্যুৎ চলে গেছে তাহলে আপনার কম্পিউটারটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে যেহেতু কম্পিউটার বিদ্যুৎ দিয়ে চলে এখন কম্পিউটার সাথে সাথে বন্ধ না হয়ে আরো কিছুক্ষন চালানোর জন্য আপনার অতিরিক্ত একটি ব্যাটারি দরকার হবে। এই অতিরিক্ত ব্যাটারি আপনার কম্পিউটারকে কয়েক মিনিট পর্যন্ত বিদ্যুৎ দিতে পারবে। আর এই ব্যাটারি টির নাম হল UPS যার পূর্ণরূপ Uninterruptible Power Supply. 


আশা করি এবার বুঝতে পেরেছেন ইউপিজ এর মূল কাজ কী। এখন প্রশ্ন হচ্ছে ইউপিএস আপনার কখন কেনা উচিত? 

যদি, আপনি একজন ভিডিও কিংবা গ্রাফিক্স এডিটর অথবা আপনি একজন ফটো এডিটর তাহলে আপনার ইউপিএস কেনা আবশ্যক। কারণ আপনি যদি ইউপিএস না কিনে একটি কম্পিউটার কিনে ফেলেন। তাহলে দেখা যাবে আপনি যখন কম্পিউটারে কোন ভিডিও ফটো এডিট করতেছেন তখন যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে সাথে সাথে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে এবং এতে আপনি যতটুকু কাজ করেছেন তা সেভ না হয়ে সাথে সাথে মুছে যাবে। এক্ষেত্রে আপনার কাছে যদি একটি ইউপিএস (UPS)  থাকে তাহলে আপনার ঘরে বিদ্যুৎ চলে যাওয়ার পরও কিছুক্ষণ আপনার কম্পিউটার দিকে বিদ্যুৎ সাপ্লাই করতে পারবে এই ইউ পি এস। আর এ কিছুক্ষণের মধ্যেই আপনি কম্পিউটারের মধ্যে যতটুকু কাজ করেছেন তা সেভ করে কম্পিউটারকে সুন্দরভাবে ধীরেসুস্থে বন্ধ করতে পারবেন। এতে আপনার কম্পিউটারে যতটুকু কাজ করেছেন তাও ভালোভাবে সেভ হলো আবার আপনার কম্পিউটারটি সাথে সাথে বন্ধ হল না। 


তবে আমি সবাইকে পরামর্শ দিব ইউপিএস কিনতে। আপনি যখন কম্পিউটারে কাজ করেন তখন যদি ঘরের বিদ্যুৎ চলে যায় তাহলে সাথে সাথে কম্পিউটারটি বন্ধ হয়ে গেলে আপনার কম্পিউটারের উপর এটি একটি নেগেটিভ প্রভাব ফেলবে। যার ফলে আপনার কম্পিউটার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তবে অবশ্যই ঘটনাটি একবার ঘটলে নয় বরং বারবার যদি আপনার ঘরে বিদ্যুৎ চলে যায় এবং আপনি কম্পিউটারে কাজ করা অবস্থায় কম্পিউটারটি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে আপনার কম্পিউটারটি ধীরে ধীরে অকেজো হয়ে এক সময় নষ্ট হয়ে যাবে।



তাই যখনই আপনি কম্পিউটার কিনবেন তখন একটি ইউপিএস অবশ্যই কিনে নিবেন। আপনার বাজেটে যদি বেশি টাকা থাকে তখন আপনি একটি ভাল মানের ইউপিএস কিনে নিয়েন। আর যদি কম পরিমাণ বাজেট থাকে তাহলে আপনি একটি মধ্যমানের ইউপিএস কিনতে পারেন।

Every should Buy UPS for their computer.