😭 
























বর্তমানে ইন্টারনেটের যুগে মানুষ তাদের অনুভূতি ফেসবুক কিংবা অন্য কোনো সাইটের মাধ্যমে প্রকাশ করে। এবং এই সাইটের মাধ্যমে প্রকাশের মধ্য দিয়ে মানুষ বিভিন্ন ইমোজি ব্যবহার করে। যাতে তার অনুভূতিটার সবার সঙ্গে ভালোভাবে ও সুন্দর করে প্রকাশ করতে পারে।




আপনি কি বিশ্বাস করবেন যে ২০২১ সালে সবচেয়ে বেশি ব্যবহৃত ইমোজি ছিল কান্নার ইমোজি। অবশ্যই অধিকাংশ মানুষ এটি বিশ্বাস করবেন, কারণ২০২১ সালে করোনাভাইরাস এর কারণে সারা বিশ্বই গ্রাস হয়েছে। এতে প্রচুর মানুষ মারা গিয়েছে। অনেকে তাদের বাবা হারিয়েছে কেউ তার মা হারিয়েছে কিভাবে তার ভাই বোন অথবা অন্য আত্মীয়-স্বজনদের হারিয়েছে। বিষয়টি বড় দুঃখের বিষয়।

এক জরিপে দেখা গিয়েছে ২০২১ সালের পূর্বে ব্যবহৃত সবচেয়ে বেশি ইমোজি ছিল এটা 😂। কিন্তু ২০২১ সালের পর এই ইমোজি টা পাল্টে দাঁড়িয়েছে এটায় 😭।






এ থেকে বুঝা যায় ২০২১ সালে মানুষ কতটা দুঃখ কষ্টে আছে। মানুষের শুধু স্বজন হারানোর দুঃখ নয় বরং অনেকেই এমন আছে যারা না খেয়ে থাকছেন। যাদের ঘরে অর্থনৈতিক দুরবস্থা। অনেকে চাকরি হারিয়েছেন অনেকে ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়েছে। 


এত কিছু হবার সত্বেও এই ইমোজি টি কিভাবে ব্যবহার হবে না? অবশ্যই এই কান্নার ইমোজি টি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে যা একটি জরিপের মাধ্যমে দেখা গিয়েছে। 



আমরা আশা করি ২০২২ সালে আমাদের সেই ইমোজি নিম্নোক্ত ইমোজি তে পরিণত হবে 
😂😄😍❤️



আমারে বেশি বেশি দোয়া করব যাতে আমাদের পৃথিবী আগের অবস্থায় ফিরে আসে।




ধন্যবাদ ❤️