2019 সালের নভেম্বর মাসে প্রথম চীনে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়। যা ধীরে ধীরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমানে সারা বিশ্বের প্রায় প্রতিটি দেশই এই করোনা ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছে। পৃথিবীতে প্রায় 219M জন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে থেকে 4.55M জন মারা গিয়েছে। 



তবে আজকে করোনা ভাইরাসের সংক্রমণের হার অন্যান্য দিনের তুলনায় কম। প্রতিদিনই বিশ্বে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে মারা যাচ্ছে। আর করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য প্রতিটি দেশই তাদের নাগরিকে ভ্যাকসিন দিচ্ছে। ভ্যাকসিন দেওয়ায় করোনা ভাইরাসের সংক্রমণের হার তুলনামূলক কমে গিয়েছে। 


আজকে করোনা ভাইরাসের সংক্রমণের হার ও মৃত্যুর হার তুলনামূলক কম। আমরা আশাবাদী ধীরে ধীরে করোনাভাইরাস আমাদের বিশ্ব থেকে চলে যাবে এবং আমরা আগের মতোই সুন্দর সুখী জীবনযাপন করতে পারব। 

তবে হ্যাঁ এরকম আগে অনেকবার হয়েছে। কোন কোন দিন করোনাভাইরাস এর মৃত্যুর এবং সংক্রমণের হার কম এবং কোন কোন দিন মৃত্যু এবং সংক্রামনের হার বেশি। তবে আমাদের সর্বদা সচেতন থাকতে হবে।


তবে করোনাভাইরাস চলে গেলে অনেক দেশের কাছে একটি চ্যালেঞ্জের ব্যাপার হবে। যেহেতু করোনা বেড়েছে অনেক কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে এবং অনেকে তাদের চাকরি হারিয়েছে অথবা অনেকে ব্যবসায় ক্ষতি সম্মুখীন হয়েছে। তাই তাদেরকে পুনরায় সঠিক স্থানে ফিরিয়ে দিতে প্রতিটি দেশকে এগিয়ে আসতে হবে।