Success 🙌 Motivational

জীবনে সফলতা কে পেতে চায় না! সকলি চাই সে যেন জীবনে সফল হোক। তবে সফলতা তো আর বাতাসের মতো উড়ে উড়ে আসে না। Aসে কঠোর পরিশ্রম এবং নিয়ত এর মাধ্যমে। 

বুখারী শরীফে সর্বপ্রথম হাদিস: যেখানে মানুষের নিয়ত সম্পর্কে বলা হয়েছে। যেখানে বলা হয়েছে,
প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী

অর্থাৎ যদি কেউ জীবনে সফলতা পেতে চায় তাহলে তার নিয়ত সঠিক হতে হবে। আপনি মুসলিম হন কিংবা অমুসলিম আজকের পোষ্ট না পড়ে যাবেন না। 

এ হাদীসটি সহিহ বুখারীর প্রথম হাদিস। এর তাৎপর্য অন্তত ব্যাপক। মানুষের সকল কাজই নিয়্যাতের সাথে সংশ্লিষ্ট। নিয়ত বা উদ্দেশ্য ছাড়া মানুষ কোন কাজই করেনা। 
তবে নিয়ত বা উদ্দেশ্য কি? এটা কি কেউ জানেন। নিয়ত বা উদ্দেশ্য হলো আপনার জীবনের একটা লক্ষ্য যা আপনাকে স্থির করতে হবে এবং সেই লক্ষ অর্জন করার জন্য জীবনের সংগ্রাম এবং প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।





মনে রাখবেন জীবনে যদি সফলতা পেতে চান তাহলে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। আর হ্যাঁ কঠোর পরিশ্রমের সাথে সাথে বুদ্ধি কাজে লাগাতে হবে। অলসামি করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আল্লাহ বা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। তার কাছে সর্বদাই চাইতে হবে। 



আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিনা শুধু স্বপ্ন দেখে এবং সে স্বপ্ন সম্পর্কে সবাইকে বলেও। কিন্তু তারপরেও সে তার স্বপ্নটিকে বাস্তবে রূপ দিতে পারে না। শুধুমাত্র কঠোর পরিশ্রম না করার কারণে। 






তাই জীবনের স্বপ্ন দেখা কমিয়ে দিবেন। ভবিষ্যৎ নিয়ে কখনো স্বপ্ন দেখবেন না। শুধুমাত্র নিয়ত বা উদ্দেশ্য বা লক্ষ্য স্থির রাখবেন। যেমন, আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান। তার জন্য অবশ্যই আপনাকে ভাল করে লেখাপড়া করতে হবে এবং ভালো একটি কলেজ এবং ইউনিভারসিটিতে পড়তে হবে। আর ভালো কলেজ এবং ইউনিভারসিটিতে পড়তে হলে অবশ্যই লেখাপড়ায় ভালো হতে হবে। লেখাপড়া ভালো হলে আপনি যে কোনো ভালো ইউনিভার্সিটি তে ভর্তি হতে পারবেন সাথে সাথে আপনার দক্ষতাও অনেক বেশি হবে। তবে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান কিন্তু আপনি ভাল করে লেখাপড়া করছেন না অর্থাৎ আপনি কঠোর পরিশ্রম করছেন না। শুধু তার সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিয়ে স্বপ্ন দেখেই যাচ্ছেন, মনের মধ্যে ভাবছেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলে ওটা করবো, সেটা করবো এটা একেবারেই ঠিক নয়। কখনো এসব নিয়ে স্বপ্ন দেখবেন না। শুধুমাত্র পরিশ্রম করে যাবেন এবং আল্লাহর উপর ভরসা করবেন। মনে রাখবেন আপনি শুধু একা নয় যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আপনার সাথে এরকম হাজার হাজার ছেলে মেয়েরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়!

ধন্যবাদ ‌