মোবাইল ফোন

২১  শতাব্দীতে পৃথিবীর  অধিকাংশ মানুষই মোবাইল ফোন ব্যবহার করে। তবে মোবাইল ফোন ব্যবহারের কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। তা না হলে আপনার মোবাইল ফোনটি সময়ের আগে অর্থাৎ দ্রুত নষ্ট হয়ে যেতে পারে কিংবা মোবাইল ফোনে আগুন পর্যন্ত ধরে যেতে পারে। হ্যাঁ এটা সত্যি যে মোবাইলফোনে আগুন ধরার ঘটনাটাই পৃথিবীতে পাঁচ থেকে দশ জন মানুষের সাথে ঘটেছে। যাদের সাথে ঘটেছে তাদের মোবাইলটি নামে ছিল স্যামসাং। তু যেটাই হোক এটা স্যামসাং কোম্পানির আসল প্রডাক্ট আসলও হতে পারে কিংবা নকল টা হতে পারে। তবে এখানে স্যামসাং কোম্পানির আমরা বদনামি করছি না। 


মোবাইল ফোনের ব্যবহারের কিছু সাবধানতা চলুন জেনে নেওয়া যাক—


  • সবার প্রথমে মোবাইল কখনো চার্জে লাগিয়ে কারো সাথে কথা কিংবা মোবাইল গেমস খেলবেন না। একথা মোবাইলটি যখন চার্জ থাকবে তখন সেটিকে সম্পূর্ণ বন্ধ কিংবা বন্ধ করে রাখুন। এটি চালাবেন না। 
  • মোবাইল ফোনে আমরা যে সমস্ত কাজ করি তার অধিকাংশই ডাটা সেভ থেকে যায়। যার ফলে মোবাইলের টেম্পোরারি ফাইল গুলো সংখ্যা বেড়ে যায় এবং এতে মোবাইলের মেমোরি ভর্তি হয়ে যায়। তাই অন্তত ছয় থেকে এক বছরের মধ্যে একবার হলেও মোবাইলটিকে রিস্টার্ট দিন। অথবা রিসেট দিন।
  • রাতে ঘুমানোর সময় মোবাইল ফোন কখনো মাথার কিংবা শরীরের কাছে রাখবেন না এতে আপনার হার্টের ক্ষতি কিংবা ব্রেইন এর ক্ষতি হতে পারে।
  • দীর্ঘক্ষন মোবাইল ফোন ব্যবহার না করা।
  • মোবাইল ফোন ব্যবহারের সময় আপনি যদি দেখেন আপনার মোবাইলটি দ্রুত গরম হয়ে যাচ্ছে এবং এটি প্রচন্ড গরম হচ্ছে। তখন মোবাইল আর চালাবেন নম্বর মোবাইল টাকে বন্ধ করে এক সাইডে রেখে দিন। দরকার হলে মোবাইল এর দোকানে গিয়ে ব্যাটারি চেক করান। 
  • আমাদের অনেকেরই বিশ্বাস যে মোবাইল ফোনে গেমস খেললে নাকি মোবাইল ফোন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আসলে এটি সঠিক নয়। তবে হ্যা আপনার মোবাইলে যদি 4 জিবি রেম থাকে আর আপনি যদি 5 কিংবা 6 জিবি রেম এর একটি গেম খেলেন তাহলে আপনার মোবাইলটি নষ্ট হয়ে যেতে পারে।
আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।