অ্যালোভেরা

অ্যালোভেরা এক ধরনের ঔষধি গাছ। এ গাছটি মূলত কম পানিতে এবং বেশি রোদে হয়‌। তাই আপনার বাসায় যদি ঔষদি এলোভেরা গাছ টি থাকে তাহলে অবশ্যই পানি কম দিবেন এবং রোদে বেশি রাখবেন অর্থাৎ যে স্থানে আপনার ঘরের মধ্যে রোদ বেশি পড়ে সেখানেই অ্যালোভেরা গাছে রাখবেন।  এতে আপনার অ্যালোভেরা গাছ টি খুব দ্রুতই বেড়ে উঠবে। 


আজকে এলোভেরা গাছের কিছু গোপন উপকারিতা সম্পর্কে জানব,
যেহেতু অ্যালোভেরা এক ধরনের ঔষধি গাছ তাই অবশ্যই এটি আমাদের জন্য কম বেশি উপকার। 


 অ্যালোভেরা বা ঘৃতকুমারী আমাদের কাছে অতি পরিচিত। অ্যালোভেরার বাংলা নাম ঘৃতকুমারী। তবে সারা বিশ্বের মানুষ একে অ্যালোভেরা হিসেবে চিনে। এটি একটি কান্ড বিহীন রসালো শাঁসযুক্ত গাছ জাগোরে 60 থেকে 100 সেন্টিমিটার লম্বা হয় এবং এর পাতা 10 থেকে 20 ইঞ্চি পর্যন্ত হতে পারে। অ্যালোভেরার গাঁয়ে ছোট ছোট কাটা যুক্ত থাকে। তবে সে কাটা ধরলে আমাদের হাতে কিংবা শরীরে কোনো রকমের ফুটো কিংবা আঘাত হয়না। অ্যালোভেরার ভিতরে পানির রং এর মত করে কিছু জেলি জাতীয় পদার্থ থাকে। মূলত অ্যালোভেরার এই জেলি জাতীয় পদার্থ গুলি আমাদের শরীরের জন্য অন্তত উপকার। বর্তমানে অ্যালোভেরা রূপচর্চা ও স্বাস্থ্য রক্ষার কাজে অধিক পরিমাণে ব্যবহৃত হচ্ছে। বাসায় অ্যালোভেরা চাষ করা সম্ভব। 

বাসায় কিভাবে অ্যালোভেরা চাষ করবেন তা নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও আপলোড করব। 




অ্যালোভেরা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি প্রাকৃতিক ঔষধ। এটি হার্ট, ডায়াবেটিস ও ওজন কমানো ইত্যাদি কাজে অনেক উপকারে আসে। এছাড়া অ্যালোভেরার ভিতরে যে জেলি জাতীয় পদার্থ থাকে তা আপনার চুলে লাগালে আপনার চুল ঘন কালো সহ শক্ত হবে চুলের গোড়া। এছাড়া ত্বকের জন্য উপকারী। পরবর্তীতে আমরা এলোভেরা সম্পর্কে আরও কিছু জানবো।