ইউটিউব


বর্তমান সময়ে সব থেকে বেশি জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মধ্যে একটি হচ্ছে ইউটিউব। ইউটিউব এমন একটি প্লাটফর্ম যেখানে ভিডিও ক্রিয়েটর তাদের নিত্য নতুন ভিডিও আপলোড করেন এবং ভিউয়ার্স অর্থাৎ যারা সেই ভিডিওগুলো দেখেন তারা তাদের ভিডিওগুলো দেখেন। ইউটিউব তৈরির মূল উদ্দেশ্যই ভিডিও কনটেন্ট। এরকম ভিডিও কনটেন্ট অনেক রকমেরই হতে পারে যেমন: রান্না (Rasheda's House), ব্লগিং, হাস্যকর, ভয়ানক, গেমিং ও নানা ধরনের ভিডিও। ভিউয়ার্সরা তাদের পছন্দমতো যেকোন ভিডিও দেখেন। ইউটিউব এর SEO অনেক উন্নত মানের সে কারণে আপনি যেদিন গেমিং ভিডিও দেখবেন সেদিন আপনার ইউটিউব এর নিউজ ফিডে গেমিং ভিডিও বেশি আসবে। একইভাবে রান্নার টা দেখলে রান্নার, ব্লগিং দেখলে ব্লগিং।

আপনার সফলতা

ধরুন আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন। ভিডিওগুলো যতই হাই কোয়ালিটি হোকনা করুন কিংবা লও কোয়ালিটি আপনার ভিডিওগুলো ইউটিউব কারো না কারো কাছে নিয়ে যাবেই। যাদের কাছে ইউটিউব ভিডিও সাজেস্ট করেছে তারা যদি আপনার ভিডিওতে ক্লিক করে এবং সম্পূর্ণ কিংবা অর্ধেকের বেশি ভিডিও দেখে তখন আপনার ভিডিওটি ভাইরাল হয়। তবে এজন্য অবশ্যই আপনার ভিডিওটিকে হাই কোয়ালিটি হতে হবে লো কোয়ালিটির ভিডিও কেউ পছন্দ করবে না! আরও যদি বলি তাহলে, নিউ শুধু কোয়ালিটি হাই কোয়ালিটি চলবে না বরং ভিডিও যে বিষয়ের উপর দিচ্ছেন তার উপর কি মানুষের ইন্টারেস্ট আছে কিনা তাও আপনাকে দেখতে হবে। আপনাকেই আপনার ভিডিও ইন্টারেস্টিং করতে হবে।

অনেকেই বলে থাকেন ইউটিউবে প্রতিদিন ভিডিও আপলোড করলে কিংবা যত বেশি ভিডিও আপলোড করবেন তত বেশী ভিউজ আসবে। এই কথাটা সম্পূর্ণরূপে ভুল! বর্তমান সময়ে অনেক নতুন ইউটিউবার রয়েছেন যারা কিনা প্রতিদিন ভিডিও আপলোড করছেন তারা ভিডিও কোয়ালিটি কোয়ানটিটি কোন দিক দিয়ে খেয়াল করছেন না। তাই আপনাদেরকে বলছি, ভিডিও প্রতিদিন আপলোড করলে শুধু চলবেনা ভিডিও আপলোড করার সাথে সাথে সে ভিডিও কোয়ালিটি এবং কোয়ান্টিটি বিষয়টা বিবেচনায় রাখতে হবে। সফলতা আসবে!! 
success