©

শুরু:-

 বর্তমান যুগের কম্পিউটারের একটি অন্যতম ব্যবহার হচ্ছে গেম। আমাদের মধ্য থেকে যারা এই কম্পিউটার কিনেন তাদের অধিকাংশই গেম খেলার উদ্দেশ্যে কিনে থাকেন। তবে এমন কিছু গেম রয়েছে যা আপনার নতুন কম্পিউটারকে ঠেলে দিতে পারে নানান সমস্যার মুখে। যেহেতু আমি আজ প্রায় অনেকদিন ধরে কম্পিউটার ব্যবহার করছি তাই আমি আমার অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ কথাটা এখানে খুলে বলবো।

জনপ্রিয় গেম:

কম্পিউটার কেনার যখন মূল উদ্দেশ্যই গেম খেলা তখন যে কম্পিউটারে গেম ডাউনলোড হবে না এমন তো কোন কথাই নেই। কম বেশী হলেও আমরা সবাই কম্পিউটার গেম ডাউনলোড করি। এখন কম্পিউটার কিনেছেন অবশ্যই উন্নত মানের অর্থাৎ হাই কোয়ালিটি গেমগুলো খেলার জন্য। আরে হাই কোয়ালিটি গেম গুলোর মধ্যে অন্যতম হচ্ছে: GTAV, Minecraft সহ আরো নানান ধরনের গেম। বিশেষ করে কম্পিউটারের মধ্যে ওপেন ওয়ার্ল্ড গেম খেলা, সবারই অনেক প্রিয়। এছাড়াও আরো অন্যান্য গেম রয়েছে যেমন: free fire, pubg, Red Dead Redemption 2, valorant, SimCity ⁵, Hitman, Deathloop, Ghost runner, etc. এদের মধ্য থেকে প্রায় অধিকাংশ গেমিং ফ্রী অর্থাৎ টাকা ছাড়া খেলা যায়। তবে এমন কিছু গেম রয়েছে যেগুলো টাকা দিয়ে কিনতে হয়:GTAV, RDR2, SimCity⁵, Minecraft etc.

যে ভাবে ডাউনলোড করা উচিত নয়:

যেসব গেম টাকা দিয়ে কিনতে হয় সেসব গেম আমাদের মধ্যে থেকে প্রায় অধিকাংশ মানুষই গুগলে সার্চ দিয়ে বিভিন্ন অজানা ওয়েবসাইট এ ঢুকে পড়ে। সেখান থেকে তারা যেকোনো একটি লিংক এর উপর ক্লিক করে এসব গেম ডাউনলোড করে। তবে আপনি কি জানেন আপনি যে লিংকটার উপরে ক্লিক করছেন তার মধ্যে কি থাকতে পারে। আপনিতো শুধু লিংকটার উপরের অক্ষরগুলি পড়ছেন এ লিংকটা অক্ষরের ভিতরে লুকিয়ে থাকা সেই গোপন কোডিং কিংবা লিংক গুলা কি আপনি পড়ছেন?
যেমন একটি উদাহরণের মাধ্যমে জানা যাক: 

GTAV APK FREE DOWNLOAD ON PC


এখন উপরোক্ত লিংকের উপর যারা ক্লিক করেছেন তারা বুঝে গেছেন। আপনিও দেখতে পারেন ক্লিক করে! 

তাই কখনো অজানা ওয়েবসাইট থেকে যেসব গেম টাকা দিয়ে কিনতে হয় সেগুলো ফ্রিতে ডাউনলোড করা উচিত নয় কিংবা যে কোন ওয়েবসাইটে ঢুকে টাকা দিয়েও হলেও সেসব গেম কিনা উচিত নয়। আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে আপনি সেসব গেম এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে ডাউনলোড করুন।
এখন আপনাদের মনে হতে পারে এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে যেখানে cracked game কিংবা যেসব গেম টাকা দিয়ে কিনতে হয় সেগুলো ফ্রিতে পাওয়া যায়। এরকম অনেক ওয়েবসাইট রয়েছে সেখান থেকে ডাউনলোড করলে তো কোনো সমস্যা নেই কিন্তু দাঁড়ান!! সমস্যা তো এখানেও আছে, কারণ আপনি যেসব গেম ওখান থেকে ডাউনলোড করছেন সেগুলো যতটুকু জনপ্রিয় হোক না কেন প্রতিনিয়তঃ তারা আপনার ডাটা কে চুরি করছে কিংবা আপনার ডাটা সংরক্ষণ করে বিক্রি করছে যা দিয়ে তারা অর্থ উপার্জন করছে তাই যে কোনো রকমের ই হোক না কেন যে কোন ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে গেম ডাউনলোড করতে যাবেন না যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা থাকে তাহলে আপনি সেইসব গেম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন কিংবা গুগল প্লে স্টোর কিংবা অ্যাপেল স্টোর কিংবা মাইক্রোসফট স্টোর জনপ্রিয় বিভিন্ন অ্যাপ রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন সেখান থেকে ডাউনলোড করতে পারেন। আর যদি আপনার কাছে পর্যাপ্ত টাকা না থাকে তাহলে আপনি যে গেমটি কে খেলতে চাচ্ছেন সেটার কোন ধরনের লঞ্চার আছে কিনা তা আগে যাচাই করে নেন তারপর সেই লঞ্চের দিও সে গেমগুলো লঞ্চ করে খেলতে পারবেন। যেমন মাইনক্রাফট জন্য জনপ্রিয় লঞ্চার গুলো হল luner, Tlauncher 
etc.

তাই ভুলেও এসব গেম এভাবে ডাউনলোড করবেন না!!