ছাত্র-জীবন:-


একজন মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হল ছাত্র জীবন। ছাত্রজীবনে যত বেশি পরিশ্রম করবে কর্ম জীবনে তত বেশি সুখ লাভ করবে। বর্তমানে আমাদের দেশের ছাত্রদের মাঝে এক ধরনের অনুভূতি জন্ম দিচ্ছে। যা হলো টাকা উপার্জন। 
এই টাকা উপার্জনের কারণে আমাদের দেশের অনেক শিক্ষার্থী বর্তমানে কেউ ফ্রিল্যান্সিং, কেউ গেমার, কেউ ইউটিউবার, কেউ আবার টিকটকার, কেউ ফটোগ্রাফার কিংবা ভিডিওগ্রাফার। আরো কত কি! 
মূলত এই সমস্ত কাজ ঘরে বসে অনলাইনে করা যায় বলে আমাদের দেশে অনেক শিক্ষার্থীরা দিন দিন এসব দিকে ঝুঁকে পড়ছে। অবশ্যই শিক্ষাজীবনে টাকা উপার্জন করা খারাপ নয়। তবে শিক্ষাজীবন কিন্তু অন্তত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যার উপর নির্ভর করে ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সুখ। তাই কেউ যদি ছাত্রজীবনে শুধু টাকাই উপার্জন করে পড়ালেখা বাদ দিয়ে দে তাহলে এটা তার জন্য সুসংবাদ নাও হতে পারে।
পড়া লেখার মাধ্যমে একমাত্র জ্ঞান অর্জিত হয়। তবে অবশ্যই শুধু স্কুলের বই নয় বরং অন্য যেকোনো জ্ঞানমূলক বই পড়লে তা থেকেও জ্ঞান অর্জিত হয়। মানুষ আজকাল তার অর্জিত জ্ঞানকে নানা ভাবে ব্যবহার করে নানান কিছু তৈরি করে তা থেকে অর্থ উপার্জন করছে যা অবশ্যই ভালো। তাই যে মানুষের কাছে জ্ঞান কম সে মানুষের কাছে দক্ষতা কম যে মানুষের কাছে দক্ষতা কম সে মানুষের কাছে অর্থ উপার্জন কম কিন্তু পরিশ্রম বেশী! 

তাই ছাত্র জীবনে পড়ালেখার পাশাপাশি সামান্য একটু অনলাইনে কাজ করা তা মোটেও খারাপ নয়। এতে টাকা উপার্জন হয় এবং পারিবারিক অর্থনৈতিক ধারা গতিশীল হয়।




যেভাবে টাকা উপার্জিত হয়:

বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীরা ঘরে বসে অর্থাৎ অনলাইনে বিদেশ থেকে টাকা উপার্জন করছে যাকে আমরা আউটসোর্সিং বলে জানি। আউটসোসিং বলতে বোঝায়, ঘরে বসে অন্য বাহিরের দেশের যেকোনো মানুষের কাজ করে দেওয়া এবং সে কাজের বিনিময়ে টাকা উপার্জন হওয়া। 
তবে বর্তমানে বাংলাদেশে অনেক এমন ওয়েবসাইট রয়েছে সেখান থেকে টাকা উপার্জন করা যায়। তবে এখানে আমি শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বের মানুষ যেসব ওয়েবসাইট ব্যবহার করে টাকা উপার্জন করে সেসব ওয়েবসাইটের নাম বলবো।

আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান:
ফ্রিল্যান্সারদের জন্য সবচেয়ে জনপ্রিয় যেসব ওয়েবসাইট রয়েছে তা হল, 
• Fiverr
• Freelancer
• Toptal
• PeoplePerHour
• myexperthub
• Upwork Inc.
• LinkedIn
এসব ওয়েবসাইটে ভিজিট করে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে একজন ফ্রিল্যান্সার হয়ে যেতে পারেন। তবে অবশ্যই ফ্রিল্যান্সার হতে হলে সময় এর পাশাপাশি পরিশ্রমও দরকার।
আর ফিল্যান্সার হওয়ার আগে অবশ্যই দক্ষতা অর্জন করা জরুরি তা না হলে আপনি এসব ক্ষেত্রে ঠকে যেতে পারেন। 
অর্থাৎ প্রতারিত হতে পারেন। কিংবা আপনার আপলাইন আপনাকে কোন কাজ দিয়ে সে হয়তো সে কাজের ভালো ফলাফল না পেয়ে আপনার বিরুদ্ধে রিপোর্ট করতে পারে। তাই দক্ষতা ছাড়া কিংবা প্রশিক্ষণ না নিয়ে এসব কাজ করতে না যাওয়াই ভালো।



এখন আসি অন্যান্য':-)
• আপনি যদি একজন ফটোগ্রাফার হতে চান তাহলে,
picxy সহ, নানা ধরনের ওয়েবসাইট রয়েছে যা আপনি গুগলএ সার্চ দিলেই পেয়ে যাবেন। এছাড়া অনেক ম্যাগাজিনের ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে আপনার ছবি আপলোড করে সেখান থেকে টাকা উপার্জন করতে পারবেন। তবে অবশ্যই আপনার ছবিগুলো হাই কোয়ালিটি অর্থাৎ উন্নত কোয়ালিটির ছবি হতে হবে। যার জন্য অবশ্যই ডিএসএলআর বেস্ট।

• আপনি যদি একজন গেমার কিংবা ইউটিউবার হতে চান তাহলে কি করতে হবে তা তো আপনারা সকলেই জানেন। ইচ্ছা করলে আপনার ফেসবুক কিংবা ইউটিউব যেকোনো একটা অথবা উভয়েই স্থানে আপনার আপনাদের চ্যানেল এবং পেইজ খুলে সেখান থেকে মাসের টাকা উপার্জন করতে পারবেন। তুমি যদি ভেবে থাকেন যে তারা আপনাকে প্রতি মাসে টাকা দিবে এবং আপনি পরিশ্রম না করা ছাড়াই আপনি টাকা পেয়ে যাবেন। তাহলে আপনার জন্য এই কাজ আসেনি :) কারন ইউটিউব কিভাবে ফেসবুক থেকে টাকা উপার্জন করা কথাটা শুনতে যতটুকু সহজ কাজ করলে তখনই বোঝা যায় যে এটা কতটুকু কঠিন! 
তবে অবশ্যই কঠোর পরিশ্রমের মাধ্যমে এটাকেও জয় করতে পারবেন। 

পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি