জীবনে কোন জিনিসকে তুচ্ছ জ্ঞান করা উচিত নয়। বস্তু বা মানুষ যে কোন জিনিসকে প্রথমে তুচ্ছ জ্ঞান করা হলে পরবর্তীতে যখন তা হারিয়ে যায় তার মূল্যটুকু বুঝা যায়। ভবিষ্যতে আছে যার ফল বর্তমানে কাজ করার কারণেই পাবেন এবং আপনি কাজ করছেন কিন্তু সঠিকভাবে না, এমন জিনিসকে কখনোই তুচ্ছ করা উচিত না। কারণ পরবর্তীতে দেখা যাবে জিনিসটি হারিয়ে গেছে আপনার হাত থেকে এবং আপনি হতাশ হয়ে বসে আছেন সে হারিয়ে যাওয়া জিনিসের দিকে তাকিয়ে, যা হয়তো ফেরত পাওয়া সম্ভব নয়। তবে সেটাকে উপেক্ষা সামনে এগিয়ে যাওয়া সম্ভব।