গ্রামে এসে...


ডিসেম্বর মাসে যখন নটর ডেম কলেজে পরীক্ষা দিয়ে বুঝতে পারলাম যে আমি আর ঐ কলেজে আসবো না। তখনই চলে এলাম গ্রামে। এসে দেখি শীতের তীব্রতা তেমন আর নেই। ভাবলাম বোধহয় শিল্প জোনে জমি-জমা নষ্ট করায় এমনটি হয়েছে। কিন্তু জানুয়ারি মাসে বুঝলাম যে প্রকৃতিকে কেউই দমিয়ে রাখতে পারেনা। জানুয়ারি মাসে যে শীত নামল আর ঘর হতে বের হতে মন চায় না। যাক দিনটা এখন এমনই যাচ্ছে। আমি ঢাকায় থাকি। প্রত্যেক ডিসেম্বরে নানুর বাড়িতে আসতে খুবই মন চায়। প্রত্যেক ডিসেম্বরের মতোই এ ডিসেম্বরে বাড়িতে আসলাম কিন্তু একটু দেরি হয়ে গেল আর কি। তবে বোধ হয় গত বছর এসএসসি পরীক্ষার কারণে আসা হয়নি, তবে ঠিক মনে করতে পারছি না যে এসেছি কি না। যাক গ্রামে এসে সবারই মন চায় খেজুরের রস, ভাপা পিঠ া খেতে। প্রতি বছরই নানার বাড়িতে এসে ভাপা পিঠা এবং খেজুরের রস খাই। ছোটবেলা থেকে দাদা-দাদু না থাকায় নানার বাড়িতে বেশি আসা হয়। তবে গত ডিসেম্বর আমার নানা মারা গিয়েছিল। এখন শুধুমাত্র আমার নানুই রয়েছে। সাথে ছোট মামা-মামীও থাকে। গ্রামে এসে যে অনুভূতিটা পাওয়া যায় শহরে তা পাওয়া যায় না।