জীবনে ব্যর্থতা আর সফলতা।
জীবনে ব্যর্থতা নিয়ে আসে দুঃখ। যে পথে একবার ব্যর্থতা আসে সে পথে পুনরায় চেষ্টা করলে হয়তো সফলতা আসতে পারে। তবে পৃথিবীতে অধিকাংশ মানুষ এমন রয়েছে যারা কিনা যে পথে একবার ব্যর্থতা এসেছে সে পথে পুনরায় চেষ্টা না করে কিংবা পুনরায় চেষ্টা করার সুযোগ থাকে না বলে তারা তাদের নিজেদের যথা সম্ভব সামলিয়ে নিয়ে অন্য পথে আবার চেষ্টা করে। সে ক্ষেত্রেও সফলতা আসে। প্রবাদ বাক্য, পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। অর্থাৎ পরিশ্রম ছাড়া কখনোই সৌভাগ্যের দেখা হয় না। কথাটা অবশ্যই ঠিক।
ব্যর্থতার আসল অর্থটা কি? ব্যর্থতা কি জীবনে সফলতাকে পুরোপুরি থামিয়ে দেয়!? না, কখনোই না। বরং ব্যর্থতা আপনাকে শিক্ষা দেয় যে আপনি কি ভুল করেছেন। আপনি কিভাবে সে ভুলগুলোকে সংশোধন করবেন। যারা ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করে তারাই জীবনে এগিয়ে যেতে পারে। আর যারা ব্যর্থতাকে জীবনে সফলতার বাধা হিসেবে মনে করেন তারা কখনোই এগিয়ে যেতে পারবেন না।
ব্যর্থতা আপনাকে কিছুক্ষণের জন্য থামিয়ে দে এবং চিন্তিত করে তুলিয়ে দে যে কেন আপনি ব্যর্থ হয়েছেন। আর সফলতা কিন্তু আপনাকে থামিয়ে দে না। বরং সফলতা পাওয়ার পর আরো ইচ্ছা হয় এগিয়ে যাওয়ার। তখন মনে হয় যে আমি এখনো সফল হয়নি আরও সফল হওয়া বাকি আছে। এ থেকে বুঝা যায় ব্যর্থতা নির্দিষ্ট কিন্তু সফলতা অনির্দিষ্ট। অর্থাৎ সফলতার কোন শেষ নেই। সফলতা কখনোই বলে আসে না। সফলতা আসে কঠোর পরিশ্রম ও সঠিক দিকে সঠিক নিয়মে কাজ করার মাধ্যমে। তবে অবশ্যই ভাগ্যের উপর বিশ্বাস সবাইকে রাখতে হয়। "পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।" কোরআনের কোন এক বাণীতে মহান আল্লাহতালা বলেছেন, “আর সে তাই পায় যা সে চেষ্টা করে।”
ব্যর্থতার জন্য কখনোই জীবনে বিষণ্ণতায় ভুগবেন না কিংবা চেষ্টা করবেন না। এ বিষন্নতার ফলে সময় প্রচুর নষ্ট হয়। প্রচুর সময় শুধু শুধু বিনা কোন কারনে বিষন্নতায় নষ্ট করেন। একবার কি ভেবে দেখেছেন বিষন্নতায় থাকার ফলে কখনো কোনো কাজে সফলতা পুনরায় এসেছে। বলতো তখনই আসবে যখন ব্যর্থতার পরে সে ব্যর্থতা নিয়ে কি আপনি চিন্তা করবেন এবং আপনি আপনার ভুলগুলোকে সংশোধন করবেন। এবং ভবিষ্যতে সে ভুলগুলো না করে এগিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতি গ্রহণ করে পুনরায় কাজ শুরু করবেন । ক্ষণস্থায়ী জীবনের সফলতা অসীম। সফলতা এমনি এমনি ধরা দেয় না, সফলতার পিছে ছুটলেই সে সফলতা আপনাকে এসে ধরা দিবে। সফলতা মানে কি? অর্থ-সম্পদ, বাড়ি, গাড়ি? তবে অবশ্যই সবাই এটাই মনে করে। তবে সফলতা বিভিন্ন রকম হতে পারে। আপনি একজন শিক্ষক, আপনি যেসব ছাত্রকে পড়াচ্ছেন সেসব ছাত্ররা যদি ভবিষ্যতে উচ্চ পদস্থ কোন কাজ পায় কিংবা উচ্চ মর্যাদাবান সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠে তবেই আপনি সফল। আর প্রত্যেক বাবা তখনই সফল যখন তার ছেলে কিংবা মেয়ে জীবনে মানুষের মত মানুষ হয়েছে । একজন ব্যবসায়ী তখনই সফল যখন তার কাছে অর্থ-সম্পদ, বাড়ি, গাড়ি সবকিছু হয়ে যাবে। বর্তমানে সফলতার সংজ্ঞায় এটাকেই বেশি দেখা হয়। যদিও তা উল্লেখ থাকে না! তবে অবশ্য জীবনে খুশি হতে হলে অর্থ সম্পদ বাড়ি গাড়ি তো প্রয়োজনই। তাই নাকি? না, শুধু বাড়ি গাড়ি নয় বরং একটি খুশির পরিবার এবং আপনার আশপাশে যারা আছে তারাও যেন খুশি থাকে। আপনার সন্তানের যেন মানুষের মত মানুষ হয়। এগুলোই তো সফলতা...
জীবনে অনেক ইচ্ছা অর্থ-সম্পদ/ টাকা-পয়সা আয় করে নিজে, নিজের পরিবার এবং অন্যান্য মানুষের জীবনকে গড়ে তুলবো। পৃথিবী থেকে ক্ষুধা নামের এই ঘাতকাকে দূর করাবো। আসলে কি অনেক জায়গায় দেখি যে বিভিন্ন গরিব দেশের মানুষেরা না খেয়ে মারা যাচ্ছে। দেখে খুবই কষ্ট লাগে। একদিকে এত কোটিপতি মানুষ অন্যদিকে না খেয়ে মানুষ মারা যায়, কেমনে!? মহান আল্লাহতালা যাকাতের ব্যবস্থা করেছেন কিন্তু কয়জন মানছে তা! সবাই যদি মানতো তাহলে হয়তো পৃথিবীতে আরো সুন্দর হতো। আজ আর লিখলাম না। ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারবেন না হয়তো। কারণ ফেসবুকে(.blogspot.com) আমার ওয়েবসাইটের লিংকটার অনুমতি নাই।
You can translate this post into your own language. Scroll down to translate.
All the text in this blog are my own words. If you you like then Thank you, but if you didn't then please ignore. I am not a professional writer. But anyone can become professional writer by writing. And I shared my thoughts here....