আজকের এই সম্পূর্ণ পোস্টের মাধ্যমে গতি অধ্যায়ের মূল ধারণা দেওয়া হবে। যার ফলে শিক্ষার্থীরা অধ্যায় সম্পর্কে ধারণা লাভ করবে। 

গতি

গতি কি? গতি কাকে বলে?

সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তনকে গতি বলে। 

স্থিতি কি? স্থিতি/ স্থির কাকে বলে?

সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তন না হলে স্থির বলে।

জড়তা কাকে বলে? 

স্থির বস্তু যে স্থির থাকতে চাওয়া এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম বা প্রবণতা তাকে জড়তা বলে। 


গতি অধ্যায়ের সূত্রের মূল ধারণা:

গতি অধ্যায়ের সূত্রগুলো suvat নামে অবহিত করা হয়। এখানে,
s = দূরত্ব 
u = আদিবেগ 
v = শেষবেগ
a = ত্বরণ 
t = সময়
• সমত্বরণে গতিশীল বস্তুর সূত্র:-
v=u+at
s=ut+½at²
s={(u+v)÷2}×t
v²=u²+2as 
• সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে গতির সূত্র:-
s=vt

• নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির সূত্র:- 
v=u-gt
h=ut-½gt²
v²=u²-2gh
নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় অভিকর্ষজ ত্বরণ(g) এর মান ঋণাত্মক হবে অথবা যদি অভিকর্ষজ ত্বরণের মান ধনাত্মক ধরো তাহলে উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতিসূত্র গুলোর মধ্যে যেখানে ঋণাত্মক চিহ্ন বা মাইনাস আছে সেখানে ধনাত্মক চিহ্ন বা প্লাস ব্যবহার করতে হবে।
তবে মনে রাখবে, নিক্ষিপ্ত বস্তু এবং পড়ন্ত বস্তু এক জিনিস নয়। নিক্ষিপ্ত বস্তু হলো অভিকর্ষজ ত্বরণের বিরুদ্ধে কোন একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা। আর পড়ন্ত বস্তু হলো অভিকর্ষজ ত্বরণের ফলে/প্রভাবে ভূপৃষ্ঠের পড়ন্ত কোন বস্তু। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান এবং সূত্রে সব চিহ্নই ধনাত্মক। 

পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান (g) = 9.8m/s²
আশা করি, এ পোষ্টের মাধ্যমে তোমরা গতি সম্পর্কে মূল বা বেসিক ধারণাটা পেয়েছ।