Death Symptoms 

 

মৃত্যু, এমন একটা শব্দ যা সকলে ভয় করে। তবে ইসলামে মৃত্যুকে মুমেনদের জন্য সুসংবাদ বলে আখ্যা দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষেরই মৃত্যুর পূর্বে উক্ত তিনটি লক্ষণ প্রকাশ পায়। পৃথিবীতে প্রতিটা রোগ কিংবা অন্য যা কিছু হোক না কেন তার একটা পূর্ব লক্ষণ প্রকাশ পায়। আজ আমরা আপনাদের এমনই তিনটি লক্ষণ সম্পর্কে বলব যা প্রকাশ পেলে ধরে নিতে পারেন যে কয়েকদিন পর উক্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।

১. ভুলে যাওয়া

অধিকাংশ মানুষই মৃত্যুর কয়েক সপ্তাহ পূর্ব থেকে তাদের আত্মীয়-স্বজনদের চিনতে পারে না অনেক সময় তাদেরকে ভুলে যায় কিংবা এমন একটা জায়গা যেখানে সে অনেকবার গিয়েছে কিংবা পূর্বে এক-দুইবার হলেও গিয়েছে সেখানে যাওয়ার পর উক্ত জায়গার রাস্তাগুলো চেনে না। অধিকাংশ মানুষের সাথে এমনটা ঘটে। দেখা গেছে প্রায় অর্ধেকের চেয়ে বেশি শতাংশ মানুষের মৃত্যুর পূর্বে উক্ত লক্ষণটি প্রকাশ পায়।

২. আবোল তাবোল কথা বলা

মৃত্যুর পূর্বে অধিকাংশ মানুষই অনেক সময় এমন কিছু অপ্রয়োজনীয় কথা বলে যা উক্ত অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কিংবা অল্পতেই রেগে যায়। খুব বেশি একটা মানুষের এমন লক্ষণ প্রকাশ পায় না। 

৩. কানের লতি নরম হয়ে বড়ে যাওয়া

সব মানুষেরই কানের লতি নরম থাকে। তবে মৃত্যুর কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ পূর্বে একবার হলেও যে ব্যক্তির মৃত্যু হবে তার কানের লতি নরম হয়ে ভাজ হয়ে যাবে। এটা মূলত অধিকাংশ মানুষের ক্ষেত্রে লক্ষণীয়। এটা হলে বুঝে যেতে হবে উক্ত ব্যক্তিটির মৃত্যু হতে পারে কিংবা হবে। 

জন্ম যখন এ পৃথিবীতে হয়েছে তখন একদিন না একদিন মরতেই হবে অধিকাংশ মানুষই বুঝে যায় যে তারা মারা যাবে। অর্থাৎ তারা তাদের মৃত্যু সম্পর্কে পূর্বেই কিছুটা ধারণা পেয়ে থাকে কিংবা পেয়ে যায়। বর্তমানে বার্ধক্য জনিত কারণে মৃত্যু খুবই কমে গেছে দেখা গেছে অল্পবয়স্ক কিংবা অকাল মৃত্যু। যার মূল কারণের রয়েছে ভেজাল খাবার। যার ফলে হচ্ছে নানা ধরনের রোগ হার্ট অ্যাটাক, ব্রেন স্টোক থেকে শুরু করে ক্যান্সার!