এসএসসি ২০২২

ইতিমধ্যে (১৭ই ফেব্রুয়ারি, ২০২২) তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস এর ওপর ভিত্তি করে আরও একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সেই সিলেবাসে তোমাদের ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্র সহ বাংলা দ্বিতীয় পত্র এ তিনটি বিষয় ওপর পুনরায় সিলেবাসকে সংক্ষিপ্ত করা হয়েছে। যেখানে অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে। যা তোমরা www.desh.gov.bd ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। বাংলাদেশের শিক্ষা সংক্রান্ত যেকোন ধরনের তথ্য পেতে তোমরা উপরোক্ত ওয়েবসাইটে (desh.gov.bd) ভিজিট করতে পারো। শুধু তাই নয়, তোমরা ইচ্ছা করলেই যে কোন সরকারি নির্দেশনা কিংবা সরকারি যেকোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। 

যেভাবে পরীক্ষার প্রস্তুতি:

এখন ফেব্রুয়ারি মাসের ১৭ তারিখ হাতে কিন্তু মাত্র আর সর্বোচ্চ দুই থেকে তিন মাস সময় রয়েছে ‌। আর -করোনা- পরিস্থিতি ও কিন্তু দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। অর্থাৎ দিন দিন আমার এই পরিস্থিতি থেকে বার হয়ে আসছি।  
এখন তোমারা যদি এই ভেবে বসে থাকো যে তোমাদের পরীক্ষার সময় কিংবা তারিখ  আরও পিছাতে পারে তাহলে সম্পূর্ণ ভুল করবে। এই দুই থেকে তিন মাসের সময়ের মধ্যে তোমাদের উচিত ভালো করে সম্পূর্ণ বোর্ড বই শেষ করা। তারপর বিভিন্ন টেস্ট পেপার এবং গাইড হতে সৃজনশীল চর্চা করা।
আরো একটি গুরুত্বপূর্ণ টিপস:
তোমারা যেমনটি জানো, যে তোমাদের পরীক্ষায় ত্রিশটি নৈবিত্তিক এর মধ্যে ১৫ টি নৈবিত্তিক দিতে হবে। তারমানে সময় কিন্তু মাত্র ১৫ মিনিট! তাই তোমার গাইড, টেস্ট পেপার এবং নিজে নিজে যত বেশি নৈবিত্তিক চর্চা করবে তোমাদের নৈবিত্তিক সমাধান করা তত সহজ হয়ে উঠবে। এ ব্যাপারে তোমরা দক্ষ হয়ে উঠবে। 
প্রতিদিন অন্তত একবার হলেও নিজে কোন গাইড কিংবা টেস্ট পেপার এর নৈবিত্তিক প্রশ্ন সমাধান করবে বিশেষ করে উচ্চতর এবং সাধারণ গণিত এর নৈবিত্তিক। 
তাছাড়াও পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ও জীববিজ্ঞান তো রয়েছেই।


তাই ভালো করে পড়ালেখা করা শুরু করো। সময় খুব কম! দুই মাস সময় কখন চলে যাবে টেরই পাবা না! অযথা সময় নষ্ট না করে স্কুল জীবনের শেষ মুহূর্তে এসে অবহেলা করলে জীবনের সবচেয়ে বড় ভুল করবে!! 

আজ এই পর্যন্তই।