কয়েক মাস আগে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা ভেবেছিল তাদের এসএসসি পরীক্ষা আর হবেনা। এই চিন্তা-ভাবনার কারণে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে নাই বললেই চলে। অনেকে তো পড়ালেখা ছেড়ে দিয়েছে। তবে কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনির আদেশে এসএসসি পরীক্ষার চূড়ান্ত রুটিন প্রকাশ করেছে। যা ইতিমধ্যে বিভিন্ন খবরের মাধ্যমে প্রচার করা হয়েছে। 

আজকে এমন কিছু পড়া লেখার টিপস শেয়ার করব, যাতে তোমরা চিন্তা মুক্ত ভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারবো এবং এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল লাভ করতে পারো।


১. পড়ালেখাকে সিরিয়াসলি নেওয়া ভালো তবে পড়ালেখাকে কঠিন মনে করা ভালো নয়। তাই সামনে এসএসসি পরীক্ষা হাতে সময় খুব কম। এই সময় মাথার মধ্যে অধিক চিন্তা নিয়ে পড়ালেখা না করে, শান্ত শিষ্ট ভাবে পড়ালেখা করলেই পরীক্ষার ফলাফল ভালো হবে। 

২. তোমরা তোমাদের বিভিন্ন গাইড বই থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত ও সাধারণ গণিত এর প্রশ্ন গুলো সমাধান করার চেষ্টা করো। আর হ্যাঁ তোমাদের সিলেবাস কিন্তু অনেক সংক্ষিপ্ত করে দিয়েছে। এতে তোমাদের উপর যে পড়ালেখার চাপ ছিল তা কমে গেছে। তাই হাসি খুশি মনে পড়ালেখা করো।

৩. তোমাদের স্কুলের শিক্ষক কিংবা তোমরা যে যে শিক্ষকের কাছে পড়ো তাদেরকে বলবে যেন অধ্যায়ের উপর বেশি বেশি করে পরীক্ষা নিতে এবং পরীক্ষার আগে (এসএসসি পরীক্ষা নয়, ব্যাচের পরীক্ষার আগে) তোমাদেরকে অধ্যায়ের উপর মৌলিক ধারণা দিতে। যেমন: উচ্চতর গণিতের ৮.১ ত্রিকোণমিতিক সংক্রান্ত অধ্যায়। তাই এই অধ্যায়টা যদি ভালোভাবে বুঝতে ও অধ্যায় প্রতিটি অংক যদি ভালোভাবে করতে চাও তাহলে অবশ্যই অধ্যায়টি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। ত্রিকোণমিতিক কী ও কাকে বলে? ত্রিকোণমিতিক সূত্রাবলী সহ আরো অন্যান্য যে মৌলিক ধারণা রয়েছে সেগুলো তোমরা তোমাদের শিক্ষকদের বলবে যেন তোমাদের জানিয়ে দে এবং বুঝিয়ে দে। 

৪. শুধু স্কুল এবং বাইরে ব্যাচে গিয়ে শিক্ষকদের কাছে বললে হবেনা নিজে নিজে বাসা পড়ালেখা করতে হবে।


পরীক্ষা দ্বারা শুধুমাত্র তোমাদের দক্ষতা যাচাই করা হয়। অতঃপর বই পড়ে কে কতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছে এবং কে কতটুকু দক্ষতা অর্জন করতে পেরেছে তা পরীক্ষা দ্বারা একমাত্র যাচাই করা হয়।
পরীক্ষাকে যত কঠিন মনে করবা, এটি তোমার জন্যে ততোই কঠিন হতে যাবে। তাই অতিরিক্ত টেনশন করে কোনো লাভ নেই। পরীক্ষা যেটা হওয়ার সেটা হবে। 

পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি

যত পরিশ্রম করবা তত ভালো ফল লাভ করবা।