Bangladesh News:

অবশেষে ১ বছর স্কুল-কলেজ বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর ২০২১ থেকে স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিক্ষা বোর্ড।  মূলত শিক্ষার্থীরা ঘরে বসে থেকে মোবাইল গেমস এর প্রতি আসক্ত এবং পড়ালেখার প্রতি অনীহা হয়ে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।‌

১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশে ডা. দীপু মনি আমাদের শিক্ষা মন্ত্রী স্কুল খোলার নির্দেশ দিয়েছে। ৫ম,১০ম, ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের এবং এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ৫ দিন ক্লাস হবে। আর অন্যান্য শ্রেণীর শিক্ষার্থীদের সপ্তাহে এক দিন ক্লাস হবে। 

স্কুল খোলার জন্য সম্পূর্ণ প্রস্তুতি প্রায় শেষ। শিক্ষার্থীদের যথেষ্ট দূরত্ব রেখে এবং  মাস্ক  পরে স্কুলে ক্লাস করানো হবে। কোন শিক্ষার্থী যদি অসুস্থতা কিংবা জ্বর বোধ করে তাহলে সে শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ করবে এবং যতদিন না সেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে ততদিন পর্যন্ত সেই স্কুলে আসতে পারবে না।