এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান এবং রসায়ন কে যেমন গুরুত্ব দেওয়া হয় তেমনি গুরুত্ব অপশনাল সাবজেক্ট তথা উচ্চতর গণিত হলে উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞান হলে জীববিজ্ঞানকে সবগুলোকে সমান গুরুত্ব দেওয়া উচিত। সেই সাথে বিজ্ঞানের প্রতিটি বিষয় // ব্যবসায়ের প্রতিটি বিষয় মুখস্ত নয় বরং বুঝে পড়াই উত্তম। সূত্র সমূহ সঠিকভাবে অনুশীলন এবং কখন কোন সূত্র কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক ও সুস্পষ্ট ধারণা থাকা দরকার।
বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ধর্ম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইত্যাদির ক্ষেত্রে প্রতিটি লাইন কিংবা গুরুত্বপূর্ণ লাইন গুলো পড়ে যাওয়ায় উত্তম তাও শুধুমাত্র বহুনির্বাচনী প্রশ্নের জন্য কিন্তু যদি সৃজনশীল প্রশ্নের জন্য পড়তে চাও তাহলে পাঠ পরিচিতি এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টপিকস কিংবা সম্পূর্ণ বইটা একবার পড়ে নেওয়ায় ভালো। যথাসম্ভব এক প্রতিদিন অন্তত একটি হলেও সৃজনশীল লিখা। এতে হাতের লেখা দ্রুত ও সুন্দর হবে।
পরীক্ষা ভালো করার টিপস:
১. প্রতিদিন অন্তত একটি হলেও সৃজনশীল হাতে লেখা। এতে হাতের লেখা দ্রুত ও সুন্দর হবে।
২. সূত্র সমূহ সঠিকভাবে পড়ে যাওয়া এবং কখন কোন সূত্র কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা।
৩. প্রতিটি অধ্যায় সম্পূর্ণ শেষ করার পর গাইড কিংবা টেস্ট পেপার হতে পুনরায় সৃজনশীলগুলো ও বহুনির্বাচনিগুলো গুলো চর্চা করা।
৪. প্রতিদিন পদার্থবিজ্ঞান ও উচ্চতর গণিতের নতুন নতুন অংক করা।
সময় গতিশীল, এটি থেমে নেই। তাই যত বেশি ব্যবহার করবা, তত বেশি ফল পাবা।