পদ্মা সেতু:

পদ্মা সেতু হচ্ছে বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মিত একটি বহুমুখী সড়ক ও রেল সেতু। এর মাধ্যমে মুন্সীগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে। সেতুটি ২০২২ সালের ২৫ জুন উদ্বোধন করা হয়। 
Advertisement 

পদ্মা সেতুতে বাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা কারণ:

উদ্বোধনের দিনই বাইক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়। এছাড়া প্রথম দিনেই বাইকারদের বিশৃংখল আচরণের কারণে পরের দিন থেকে পদ্মা সেতুর উপর মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এমনকি এতদিন পর্যন্ত পিকআপে করে ও মোটরসাইকেল নেওয়া বন্ধ করে দেয়া হয়। 27 জুন সেতুটির উপর দিয়ে সাড়ে 15 হাজার গাড়ি পারাপার হয়েছে যেখানে টোল আদায় হয়েছে 2 কোটি টাকা! 

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নতুন আইন:-

এতদিন পর্যন্ত মোটরসাইকেল পারাপার সম্পূর্ণরূপে নিষেধ ছিল। এমনকি পিকআপ ভ্যানে করেও নেওয়া নিষেধ ছিল। কিন্তু গতকাল 28 শে জুন থেকে মোটরসাইকেল পারাপারের ওপর নিষেধাজ্ঞা সরিয়ে নেয়া হয়। মোটরসাইকেল পদ্মা সেতুর উপর দিয়ে পারাপার হতে পারবে। কিন্তু শর্ত হচ্ছে চালক ছাড়া। অর্থাৎ পিকআপে করে মোটরসাইকেল পারাপার করা যাবে আর চালক থাকবে অন্য গাড়ি কিংবা বাসে। এছাড়া পদ্মা সেতুতে পায়ে হেঁটে পারাপার করা যাবে না। 

পদ্মা নদীর ফেরিঘাটের অবস্থা:

বর্তমানে পদ্মা নদীর ফেরিঘাটের অবস্থা, ফেরিঘাটের তেমন একটা যানবাহনের চাপ নেই। প্রায় ফাঁকা এবং ফেরি অপেক্ষা করছে যানবাহনের জন্য। তবে যানবাহনের চাপ না থাকায় শান্তিতে ফেরি দিয়ে পারাপার করতে পারছেন সাধারণ মানুষ। 
এটি পদ্মা সেতু সম্পর্কে ছিল সর্বশেষ তথ্য|