সৃজনশীল প্রশ্ন:

বর্তমানে প্রশ্নপত্রগুলো সৃজনশীল পদ্ধতিতে করায় ক খ গ ঘ এই চারটি অংশের সৃজনশীল প্রশ্ন বিভক্ত থাকে। যেখানে ক অংশে ১ নম্বর,
 খ অংশে ২ নম্বর,
 গ অংশে ৩ নম্বর,
এবং ঘ অংশে ৪ নম্বর। 
এসএসসি জীববিজ্ঞান কিংবা জীববিজ্ঞান এর জন্য ক ও খ এর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিম্নে দেওয়া হল।


জ্ঞান মূলক অংশ "ক"

•‌ জীববিজ্ঞান কাকে বলে?
বিজ্ঞানের যে শাখায় জীব এবং জীবন সংক্রান্ত গবেষণা করা হয় তাকে জীববিজ্ঞান বলে।

• জীববিজ্ঞান কয় ভাগে বিভক্ত?
জীববিজ্ঞান দুইভাগে বিভক্ত। যথা: ভৌত বা মৌলিক এবং ফলিত।

• ভৌত জীববিজ্ঞান শাখা কাকে বলে?
জীব বিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান শাখা বলে।

• ফলিত জীববিজ্ঞান শাখা কাকে বলে?
জীব বিজ্ঞানের যে শাখায় প্রায়োগিক সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান শাখা বলে।

• শ্রেণিবিন্যাস এর উদ্দেশ্য কি?
শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা।

• শ্রেণিবিন্যাসের লক্ষ্য কি?
শ্রেণিবিন্যাসের লক্ষ্য হচ্ছে এই বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগতকে সহজভাবে অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা।

• ব্যাকটেরিয়ার ব্যবহার:
পাট হতে আঁশ ছাড়াতে ও দই তৈরি করতে কিংবা এন্টিবায়োটিক ওষুধ তৈরি করতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়।

• নিউক্লিয়াস বা কেন্দ্রিকা কাকে বলে?
জীব কোষের প্রোটোপ্লাজম এ নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে। সিভ কোষ ও রোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না।

• লসিকা কাকে বলে? 
মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে।

• পেশি টিস্যু কাকে বলে?
 ভ্রুণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে।

• পেশি টিস্যু তিন ধরনের। ঐচ্ছিক পেশি ও অনৈচ্ছিক পেশি ও হৃদপেশি বা কার্ডিয়াক পেশি।

• সালোকসংশ্লেষণ প্রক্রিয়া কাকে বলে?
যে প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ সূর্যের আলো এবং মাটি থেকে  শোষণকৃত পানি ব্যবহার করে সরল শর্করা তৈরি করে তাকে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বলে।

• বায়ুতে অক্সিজেন গ্যাসের পরিমাণ 20.95%। কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিমাণ 0.033%।

• শ্বসনে তাপ উৎপন্ন হয়।

অনুধাবনমূলক প্রশ্ন:

১. ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যকার পার্থক্য:-

ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যকার পার্থক্য



২. কোন টিস্যু জলজ উদ্ভিদ কে ভেসে থাকতে সাহায্য করে?

কোন টিস্যু জলজ উদ্ভিদ কে ভেসে থাকতে সাহায্য করে?



জীববিজ্ঞান বই থেকে মূলত অনেক ধরনের অনুধাবন ও সংজ্ঞা মূলক প্রশ্ন আছে। যদি পরীক্ষায় কমন পেতে চাও তাহলে জীববজ্ঞান বইয়ের অনুশীলনীর যে 10 থেকে 12 টা প্রশ্ন থাকে সেগুলোর সমাধান করা। সৃজনশীল প্রশ্নসহ গাইডের অতিরিক্ত প্রশ্ন পড়া।