মোবাইল

 একটি নতুন মোবাইল কেনার পর তাতে অনেক ধরনের আপডেট আসে এবং আমরা সেই আপডেট গুলো দিয়ে দিই। অবশ্যই নতুন মোবাইল কেনার পর আপডেট আসলে তা দিতে হয়, তা না হলে মোবাইলের সমস্যা দেখা দেয়। ওই সব আপডেট এর মধ্যেই লুকিয়ে আছে বিভিন্ন ধরনের ভাইরাস এবং এন্টিভাইরাস দুটোই।








 যেহেতু মোবাইল কোম্পানির তাদের মোবাইল আপনার কাছে সবসময় বিক্রি করতে চাইবে সে কারণে তারা একটা মোবাইলের জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করে। অর্থাৎ, আপনি বর্তমানে যে মোবাইলটি ব্যবহার করছেন তা আপনি চাইলে ১০-২০ বছর ব্যবহার করতে পারবেন। কিন্তু ১০ থেকে ২০ বছর ব্যবহার করতে আপনি চাইলেও মোবাইল কোম্পানি থেকে তা ব্যবহার করতে দিবেনা। মূলত মোবাইল তৈরির সময় তারা মোবাইলে এমন কোডিং সেট করে দে যা সময়ের সাথে সাথে মোবাইলটিকে ধীরে ধীরে অকেজো করে দেয়। 




একটি উদাহরণের মাধ্যমে বুঝা যায়, ধরুন আপনি একটি Nokia মোবাইল কিনেছেন অতঃপর Nokia বাটন সেট মোবাইলে কোনো রকমের আপডেট আসে না বলে আপনি অনায়াসে এটিকে ১০ থেকে ১৪ বছর ব্যবহার করতে পারেন। কিন্তু সে জায়গায় আপনি যদি একটি Samsung  মোবাইল কিনেন তাহলে সেটিকে সর্বোচ্চ হলে পাঁচ বছর ব্যবহার করতে পারেন।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন!