Bangladesh Educational system 2023 - Bangla‌desh Future Education!


অন্ধকার হতে বের হয়ে আলোয় পৌঁছানোর একমাত্র উপায় শিক্ষা। এরই ধারাবাহিকতায়, ২১ শতাব্দী শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ।

 


২০২৩ সাল থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে যাচ্ছে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি গত সভায় এ কথাটি বলেছেন। 
২০২৩ সাল থেকে বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় যেসব ক্ষেত্রে পরিবর্তন হবে,
১. প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের কোনো রকমের পরীক্ষা নেওয়া হবে না। (মূলত চীন এবং জাপানের ইতিমধ্যে এটি চালু রয়েছে) 
২. পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষা উঠিয়ে দেওয়া হবে।
৩. বর্তমানে শিক্ষার্থীরা নবম শ্রেণীতে উঠে যেভাবে বিজ্ঞান/ব্যবসা/মানবিক শাখা নিজেদের থেকে বাছাই করতে পারে এরকম নিজের থেকে বাছাইকরণ ২০২৩ সাল থেকে উঠিয়ে দেয়া হবে। 
৪. শিক্ষার্থীদের নবম-দশম শ্রেণীতে বাধ্যতামূলকভাবে কারিগরি শিক্ষা পড়তে হবে।
৫. শিক্ষার্থীরা দশম শ্রেণীর পরীক্ষায় পাশ করার পর একাদশ শ্রেণিতে গিয়ে বিজ্ঞান/ মানবিক/ ব্যবসা শাখাগুলো নিজে থেকে নির্ধারণ করতে পারবে। তবে অবশ্যই এই বিষয়ে তার যথাসম্ভব পরীক্ষার নম্বর থাকার প্রয়োজন। অর্থাৎ, দশম শ্রেণীর পরীক্ষায় যদি ভালো নাম্বার পায় তাহলে সেই শিক্ষার্থীর বিজ্ঞান/ ব্যবসা/ মানবিক শাখা যেকোনো একটা নিতে পারবে আর যদি খারাপ কিংবা তার চেয়ে কম নাম্বার পায় তাহলে ব্যবসা/ মানবিক শাখা থেকে যে কোন একটা শাখা বাছাই করে নিতে হবে। 








ইতিমধ্যে শিক্ষাব্যবস্থা এরকম পদ্ধতি নিয়ে আসা হয়েছে এমন রাষ্ট্রের মধ্যে জাপান এবং চীনের নাম উল্লেখযোগ্য। জাপান তাদের শিক্ষা ব্যবস্থা আগেই পরিবর্তন করে ফেলেছে যার ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। অর্থাৎ তারা উন্নত দেশে পরিণত হয়েছে। 
ধন্যবাদ ❤️❤️
Bangladesh Education 2023